ভালো ব্র্যান্ডের দোকানগুলোতে এমনিতেই ভিড় লেগে থাকে। আর ঈদের সময় তো পছন্দের পোশাকটির কাছে পেঁৗছানোটাই কঠিন। এ ক্ষেত্রে অনলাইনে ঢুঁ মেরে পছন্দসই পোশাকের খোঁজ আগেভাগেই নেওয়া সম্ভব। পোশাকের ভালো দোকানগুলোর অধিকাংশেরই রয়েছে ওয়েবসাইট। এসব সাইটে পোশাকের ছবি ও দরদাম পাওয়া যায়।
www.aarong.com
এ সাইটে আড়ংয়ের তৈরি পণ্যের সচিত্র বিবরণ রয়েছে। এর Retail বিভাগে পাওয়া যাবে আড়ংয়ের বিক্রয়কেন্দ্রগুলোর ঠিকানা, ফোন নম্বর ও সময়সূচি।
www.ecstasybd.com
ফ্যাশন হাউস একসটেসির সাইটের হোমপেজে মিলবে বিভিন্ন পোশাকের ছবি। নতুন পণ্যের খোঁজখবর মিলবে সাইটটির ঘব New Products বিভাগে।
www.kaykraft.com
ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের তথ্য পাওয়া যাবে এ সাইটে। ঈদ উপলক্ষে তৈরি নতুন ডিজাইনের পোশাকের বিস্তারিত মিলবে http://eid.kaykraft.com ঠিকানায়। পোশাকের ছবি দেখা যাবে কক ঈড়ষষবপঃরড়হং বিভাগে।
www.catseye.com.bd
সাইটটির ব্যানারে রয়েছে ক্যাটস আইয়ের পোশাক পরা বিভিন্ন মডেলের ছবি।Cats Eye বিভাগ থেকে Womens Collection ক্লিক করে পাওয়া যাবে মেয়েদের জন্য ক্যাটস আইয়ের বিশেষ আয়োজনের বিস্তারিত।
www.deshal.com.bd
বিভিন্ন উৎসব উপলক্ষে দেশালের ডিজাইন করা পোশাকের ছবি মিলবে এ সাইটে। নিচে ক্লিক করে ছবিগুলো বড় করে দেখা যাবে।
নিচের সাইটগুলোতেও বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাক সম্পর্কে জানা যাবে।
রঙ_www.rang-bd.com
ফিট এলিগেন্স_www.fitelegance.com
ড্রেসিডেল_ www.dressydalefashion.com
লুবনান_www.lubnanbd.com
good work............really helpful....carry on!!!
ReplyDelete