প্রতিবছরের মতো এবারও অনন্যা আয়োজন করেছে ‘অনন্যা ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১০’। পুরস্কৃত করা হয়েছে সবচেয়ে সেরা পোশাকগুলোকে। ২৮ আগস্ট ঢাকার মহাখালীতে হোটেল অবকাশে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিলের কার্যনির্বাহী পরিষদের সদস্য রুবী গজনবী, তাঁতশিল্প বিশেষজ্ঞ মুনীরা ইমদাদ, উন্নয়নকর্মী খুশী কবির এবং বয়নশিল্প বিশেষজ্ঞ মালেকা খান।
নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে ফ্যাশন ডিজাইনারদের ভূমিকা অনেক, এমনটাই বলছিলেন অতিথিরা। পোশাকশিল্প এমন একটা জায়গা, যেখানে রুচির সঙ্গে সঙ্গে সৃজনশীলতার প্রমাণ মেলে। প্রায় দুই যুগ ধরে অনন্যা এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছে।
যারা নিভৃতে কাজ করে, তাদের সামনে নিয়ে যাওয়াই অনন্যার লক্ষ্য। বুটিক হাউসগুলো এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের কাজগুলো মূল্যায়ন করতে পারে।
বুটিক হাউসের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়—বলছিলেন অনন্যার নির্বাহী পরিচালক দিল মনোয়ারা মনু।
শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া (নারী), ফতুয়া (পুরুষ), শিশু-কিশোর বিভাগসহ মোট সাতটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সনদপত্র এবং সপ্তম স্থান পর্যন্ত পাওয়া প্রতিষ্ঠানগুলোকে সনদপত্র দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতায় নানা বিভাগে প্রথম স্থান পেয়েছে কারিতাস সিল্ক, টেক্সমার্ট, টিএমএসএস হ্যান্ডিক্রাফটস ও লোকজ। প্রতিযোগিতায় নির্বাচিত পোশাকগুলো নিয়ে ঈদ ফ্যাশন ক্যাটালগ বাজারে এনেছে অনন্যা।
No comments:
Post a Comment