Tuesday, November 2, 2010

Menzzzz Corner..................

undefined
অঙ্গসজ্জায় মেয়েদের পাশাপাশি এখন ছেলেরাও হাঁটছে সমানতালে। একাধারে তারুণ্যের প্রকাশ এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে বর্তমানে তরুণরা ব্যবহার করছে নানা ধরনের লকেট, রিচ ব্যান্ডসহ আরও কত কি। হাল ফ্যাশনের এসব এক্সেসরিজের খবরাখবরে এই প্রতিবেদন
রূপসজ্জায় মেয়েরা চিরকাল অগ্রগামী হলেও ছেলেরাও যে পুরোপুরি অনাগ্রহী, সেটা বলা ভুল হবে। রূপচর্চার সঙ্গে গহনাও অঙ্গের সৌন্দর্য সাধন করে। আর এসব গহনার মধ্যে রয়েছে হাজারো প্রকারভেদ। আধুনিকতার জোয়ারে অনেক সময় গহনার মধ্যে চিরপরিচিত বিভেদ দেখা না গেলেও কিছু কিছু জিনিস তৈরি করা হয় শুধুই ছেলেদের কথা চিন্তা করে। কেননা সময়ের সঙ্গে তাল মেলাতে এবং তারুণ্যের বহিঃপ্রকাশ হিসেবে এসব এক্সেসরিজ বর্তমানে ছেলেদের মধ্যে ভীষণ জনপ্রিয়। নিজের ব্যক্তিত্ব এবং উপস্থাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে এক্সেসরিজের ব্যবহার এখন অনেকটাই ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। ছেলেদের এসব এক্সেসরিজের মধ্যে গলার লকেট, রিচ ব্যান্ড, সানগ্গ্নাস, সি্নকার্স বা কোনভার্স বেশি ব্যবহার করতে দেখা যায়। হাল ফ্যাশনের সঙ্গে সমান্তরালে চলতে চাইলে এক্সেসরিজের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সাধারণত মেয়েদের এক্সেসরিজ অনেকটাই জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। সে তুলনায় ছেলেদের এক্সেসরিজগুলো অনেকটাই সাদামাটা, তবে ব্যক্তিত্বের এবং রুচিবোধের সমন্বয়ে তৈরি। লকেট এ ধরনেরই একটি অঙ্গসজ্জার উপকরণ। ছেলেমেয়ে উভয়েরই জন্য লকেট উপযোগী হলেও ছেলেদের জন্য এখন বিশেষায়িত লকেট পাওয়া যাচ্ছে। মেয়েরা সাধারণত সোনা বা অন্যান্য দামি পাথর দিয়ে তৈরি চেইন বা লকেট পরতে পছন্দ করলেও ছেলেরা দামে কম কিন্তু ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যায় এমন ধরনের লকেট পরতে পছন্দ করে_ বলছিলেন লিভাইস ফ্যাশনের মার্কেটিং চিফ মোহাম্মদ আজীজ। বাজার ঘুরে দেখা যায় বৈচিত্র্যময় ডিজাইন, আকার এবং রঙের লকেট পাওয়া যাচ্ছে। অভিজাত বিপণি বিতান থেকে ফুটপাত পর্যন্ত বিভিন্ন ধরনের লকেট পাওয়া যাচ্ছে। সোনা ও অন্যান্য জিনিস দিয়ে তৈরি লকেটও পাওয়া যায়। সোনার তৈরি লকেটের দাম বেশি বলে অন্যান্য লকেটের প্রতি আগ্রহ বেশি। এসব লকেটের মধ্যে রয়েছে চেইন লকেট, স্টেইনলেস লকেট, লেদার লকেট, রাবার লকেট, স্টোন লকেটসহ আরও অন্যান্য ধরনের লকেট। এর মধ্যে স্টেইনলেস লকেটের দাম ৮০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। অন্যান্য লকেট ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। এছাড়াও এখন পাওয়া যাচ্ছে কাঠের তৈরি এক ধরনের লকেট যা বাজারে বেশ চলছে, যার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। লকেটের মধ্যে এখন প্রিয়জনের ছবি রাখার ব্যবস্থাও আছে। এসব লকেটের চাহিদাও বেশ। কারণ কে না চায় অনেকদিনের অদেখা প্রিয়জনের ছবি বিশেষ বিশেষ মুহূর্তে একটু দেখে নিতে! এসব লকেট ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এ তো গেল অভিজাত বিপণি বিতানগুলোর কথা। ফুটপাতসহ অনেক জায়গায়ই এখন ছেলেদের লকেট পাওয়া যাচ্ছে। এসব লকেটের দাম ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। এছাড়া আপনি যদি সোনা বা অন্যান্য দামি পাথরে তৈরি লকেট পরতে চান, তবে সেসব লকেটও পরতে পারেন। এ ধরনের লকেট বানিয়ে বা রেডিমেড দু'ধরনের অবস্থায়ই পাওয়া যায়। সোনা দিয়ে বানানো লকেটের দাম নির্ভর করে সোনার দামের ওপর।
এছাড়া যদি আরও দামি লকেট পরতে চান, তাহলে আছে ডায়মন্ডের লকেট। তাই আর দেরি নয়, নিজের পছন্দের লকেটটি বেছে নিন।

No comments:

Post a Comment